এ কেমন অমানবিক নির্যাতন ও নিষ্ঠুরতা!

MMM

 

এম.আমজাদ চৌধুরী রুনু, কুয়ালালামপুর, মালয়েশিয়াঃ আমরা মালয়েশিয়া প্রবাসী গতকাল জনপ্রিয় দৈনিক আমাদের সময় পএিকা প্রকাশিত প্রতিবেদন পড়ে আমরা মর্মাহত হয়, অতন্ত্য গরীব ও অসহায় পরিবারের জন্ম নেওয়া সাথী (৮) নামের মেয়েটিকে উওরায় ১৩ নং সেক্টরের বাসায  নির্মম নিষ্ঠুর ভাবে অমানবিক নির্যাতন করেছে সালমা আক্তার নামদারী ডাইনি গৃহকর্এী। আমরা ধন্যবাদ জানাই মালযেশিয়া থেকে জনপ্রিয় দৈনিক আমাদের সময় সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান ও প্রতিবেদক ইসমাইল হুসেন ইমু কে। আর কত নির্যাতন আর কত অত্যাচার সহ্য করবে অসহায় সাথীর মত আরো অনেক সাথী যে সংবাদগুলি হয়তো আড়ালে থেকে যায়, যখন সাথীর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা তখন সে গৃহকর্মীর  কাজ করতে হয় এবং গৃহকর্মীর কাজ করতে এসে নির্মম নির্যাতনের স্বীকার গরীব অসহায় পরিবারে জস্মনেওয়া সাথী, সাথীকে অত্যন্ত নির্মম মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে যাহা উপরে ছবিটা দেখলে অনুমান করাযায়, আমরা প্রবাস থেকে মানণীয় স্বরাষ্ঠমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি নির্যাতন কারী গৃহকর্এী সালমা আক্তারকে দৃষ্টান্তমুলক কঠিন শাস্তি দেওয়া হোক  এবং দৃষ্ঠান্তমূলক কঠিন শাস্তি দেখে ভয়ে যেন  ভবিৎষতে এরকম আর কোন সাথী কে নির্যাতিত না হতে হয় এ প্রত্যাশায় করি আমরা প্রবাসী বাংলাদেশী এবং অনুরোধ করি প্রবাসী যারা বৃত¦শালী আছে অর্থনৈতিক ভাবে সাহায্যর হাত বাড়ীয়ে দেওয়ার জন্য ।